👉 ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য (Triangle Theorem)

একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ গুলি পরস্পর সমান হবে।

Isosceles triangle theorem
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :△ABC একটি ত্রিভুজ যার AB = AC
প্রামাণ্য :△ ABC-এর দুইটি বাহু AB = AC হলে এর বিপরীত কোণগুলির পরিমাপ সমান অর্থাৎ ∠ABC = ∠ACB হবে।
অঙ্কন :∆ABC-এর ∠BAC-এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করল।
প্রমাণ :∵ △ABD এবং △ACD-এর
AB = AC (∵ প্রদত্ত)
∵∠BAD = ∠CAD
[∵ অঙ্কনানুযায়ী, AD, ∠BAC এর সমদ্বিখণ্ডক]
এবং,AD ত্রিভুজ দুটির সাধারণ বাহু।
△ABD ≅ △ACD
[∵ ত্রিভুজের বাহু-কোণ-বাহু বা S-A-S সর্বসমতার শর্তানুসারে]
∠ABD = ∠ACD [∵ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ]
∠ABC = ∠ACB (প্রমাণিত)

একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর গুলির দৈর্ঘ্য সমান হবে।

Isosceles triangle theorem
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :△ABC একটি ত্রিভুজ যার ∠ABC = ∠ACB
প্রামাণ্য :△ ABC-এর দুইটি কোণ ∠ABC = ∠ACB হলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ AB = AC হবে।
অঙ্কন :∆ABC-এর ∠BAC-এর সমদ্বিখণ্ডক AD অঙ্কন করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করল।
প্রমাণ :∵ △ABD এবং △ACD-এর
∵∠BAD = ∠CAD
[∵ অঙ্কনানুযায়ী, AD, ∠BAC এর সমদ্বিখণ্ডক]
AD ত্রিভুজ দুটির সাধারণ বাহু।
এবং,∠ABD = ∠ACD (∵ প্রদত্ত, ∠ABC = ∠ACB)
△ABD ≅ △ACD
[∵ ত্রিভুজের বাহু-কোণ-বাহু বা A-S-A সর্বসমতার শর্তানুসারে]
AB = AC [∵ সর্বসম ত্রিভুজদের অনুরূপ বাহু] (প্রমাণিত)

ত্রিভুজের কোনো একটি বহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান।

উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :একটি যেকোনো △ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এরফলে যে বহিঃস্থ কোণ ∠ACD এবং অন্তঃস্থ বিপরীত কোণ দুটি ∠ABC ও ∠BAC উৎপন্ন হলো।
প্রামাণ্য :প্রমাণ করতে হবে যে, ∠ACD = ∠ABC + ∠BAC
অঙ্কন :△ABC-এর C বিন্দু দিয়ে AB বাহুর সমান্তরাল সরলরেখাংশ CP অঙ্কন করলাম।
প্রমাণ :AB।। CP এবং BD ছেদক
∠PCD = অনুরূপ ∠ABC -----(i)
আবার,AB।। CP এবং AC ছেদক
∠ACP = একান্তর ∠BAC -----(ii)
(i) ও (ii) যোগ করে পাই
∠PCD + ∠ACP = ∠ABC + ∠BAC
∠ACD = ∠ABC + ∠BAC
△ABC-এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করায যে বহিঃস্থ কোণ ∠ACD উৎপন্ন হয়েছে তার পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণদুটি ∠ABC ও ∠BAC-এর পরিমাপের সমষ্টির সমান। (প্রমাণিত)

ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180°।

উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :△ABC একটি যেকোনো ত্রিভুজ।
প্রামাণ্য :প্রমাণ করতে হবে যে, △ABC এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান।
অর্থাৎ,∠ABC + ∠BAC + ∠ACB = 180°
অঙ্কন :∆ABC-এর A বিন্দু থেকে BC সমান্তরাল করে EF অঙ্কন করা হলো।
প্রমাণ :∵ BC || EF এর AB ছেদক বা ভেদক
∠CBA = ∠EAB (∵ একান্তর কোণ) -----(i)
আবার, ∵ BC || EF এর AC ছেদক বা ভেদক
∠BCA = ∠CAF (∵ একান্তর কোণ) -----(ii)
(i) ও (ii) যোগ করে পাই
∠CBA + ∠BCA = ∠CAF + ∠EAB
∠CBA + ∠BCA + ∠BAC = ∠CAF + ∠EAB + ∠BAC
[∵ উভয় পাশে ∠ACB যোগ করে পাই]
∵ ∠CAF + ∠EAB + ∠BAC = 180°
[∵ একই সরলরেখার একই পাশে অবাস্থিত সন্নিহিত কোণ।]
∴ ∠CBA + ∠BCA + ∠BAC = 180° বা 2 সমকোণের সমান (প্রমাণিত)
Interior Exterior theorem
প্রদত্ত :△ABC একটি যেকোনো ত্রিভুজ।
প্রামাণ্য :প্রমাণ করতে হবে যে, △ABC এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান।
অর্থাৎ,∠ABC + ∠BAC + ∠ACB = 180°
অঙ্কন :∆ABC-এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম।
প্রমাণ :△ABC-এর ∠ACD = ∠ABC + ∠BAC
[∵ ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণদুটির পরিমাপের সমষ্টির সমান]
আবার,∠ACD + ∠ACB = ∠ABC + ∠BAC + ∠ACB
[∵ উভয় পাশে ∠ACB যোগ করে পাই]
∠ACD+ ∠ACB = 180°
[∵ BD সরলরেখাংশের উপর C বিন্দুতে CA সরলরেখাংশ দণ্ডায়মান]
∠ABC + ∠BAC + ∠ACB = 180° বা 2 সমকোণের সমান (প্রমাণিত)

একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে।

Triangle inequal side theorem
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :একটি যেকোনো △ ABC যার AC বাহুর দৈর্ঘ্য AB বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর অর্থাৎ AC>AB।
প্রামাণ্য :AC বাহুর বিপরীত কোণ ∠ABC-এর পরিমাপ AB বাহুর বিপরীত কোণ ∠ACB-এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ ∠ABC > ∠ACB
অঙ্কন :AC বাহু থেকে AB বাহুর দৈর্ঘ্যের সমান করে AD অংশ কেটে নিলাম। B ও D বিন্দু দুটি যোগ করলাম।
প্রমাণ :∵ ΔΑBD -এর AB=AD (অঙ্কন অনুসারে)
∴ ∠ABD = ∠ADB
[∵ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে]
ΔDCB এর বহিঃস্থ ∠ADB = ∠DCB+∠DBC
[∵ ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টির সমান]
[∵ ত্রিভুজের বহিঃস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টির সমান]
অর্থাৎ,∠ADB > ∠DCB বা ∠ACB
কিন্তু,∠ADB = ∠ABD
∴ ∠ABD > ∠ACB
∠ABD, ∠ABC এর অংশ।
∴ ∠ABC > ∠ABD
আবার,∠ABD > ∠ACB
∴ ∠ABC > ∠ACB (প্রমাণিত)

একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে।

Triangle inequal side theorem
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :

একটি যেকোনো △ ABC যার ∠ABC এর পরিমাপ ∠ACB এর পরিমাপ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ∠ABC > ∠ACB।

প্রামাণ্য :

∠ABC এর বিপরীত বাহু AC-এর দৈর্ঘ্য, ∠ACB এর বিপরীত বাহু AB-এর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ AC > AB।

প্রমাণ :AC বাহুর দৈর্ঘ্য যদি AB বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর না হয় তবে
হয়,(i) AC = AB
অথবা,(ii) AC < AB হবে।
এখন,(i) AC = AB হলে,
∠ABC = ∠ACB হবে।
[∵ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপও সমান হয়]
আবার,(ii) AC < AB হলে
∠ABC < ∠ACB হবে।
[ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যর পরিমাপ অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হয়]
(i) ও (ii) উভয় শর্তই হতে পারে না।
কারণ দেওয়া আছে, ∠ABC > ∠ACB
AC > AB (প্রমাণিত)

ত্রিভুজের যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।

Triangle inequal side theorem
উপপাদ্যটির প্রমাণ+
প্রদত্ত :ধরি ∆ABC -এর বৃহত্তম বাহু BC
প্রামাণ্য :যদি AB + AC > BC প্রমাণ করি তাহলে প্রমাণিত হবে যে ত্রিভুজের যেকোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
অঙ্কন :∆ABC এর শীর্ষবিন্দু A থেকে BC এর উপর AD লম্ব টানলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করল। অর্থাৎ AD⟂BC
প্রমাণ :∆ADB এর ∠ADB = 1 সমকোণ [∵ অঙ্কনানুসারে AD⟂BC]
∠ADB সমকোণ ও ∠BAD সূক্ষ্মকোণ
অর্থাৎ, ∠ADB > ∠BAD [∵ সূক্ষ্মকোণের পরিমাপ < সমকোণের পরিমাপ]
(i) AB > BD ----(i)
[∵ ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর]
আবার :△ADC-এর ∠ADC = 1 সমকোণ [∵ অঙ্কনানুসারে AD⟂BC]
∠ADC সমকোণ ও ∠DAC সূক্ষ্মকোণ
অর্থাৎ, ∠ADC > ∠DAC [∵ সূক্ষ্মকোণের পরিমাপ < সমকোণের পরিমাপ]
(i) AC > DC ----(ii)
[∵ ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর]
আবার,(i) ও (ii) যোগ করে পাই
AB+ AC > BD+DC
অর্থাৎ,AB + AC > BC (প্রমাণিত)