তড়িৎ বিভব (Electric Potential)
তড়িৎবিভব কোনো তড়িগ্রস্ত বস্তুর এমন এক অবস্থা যা স্থির করে ওই বস্তুটি অন্য বস্তু থেকে আধান গ্রহণ করবে, না অপর বস্তুকে আধান ছেড়ে দেবে।
সাধারণত ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে উচ্চ-বিভব এবং খণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুকে নিন্ম-বিভব ধরা হয়।
দুটি বিপরীত জাতীয় বা সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে তাকে বিভব পার্থক্য বলে। এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন এবং উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়।
পরিমাণগত সংজ্ঞা – অসীম দুরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে কোনো তড়িংক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটি হল ওই বিন্দুর বিভব।
( V = বিভব, W = কৃতকার্য এবং q = আধান)
বিভবের একক
অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থাপন করতে যদি একক পরিমাণ কার্য করতে হয়, তবে ওই বিন্দুর তড়িৎ বিভব কে বিভবের একক বলা হয়।
CGS পদ্ধতিতে বিভবের একক stat V বা esu বিভব এবং SI পদ্ধতিতে বিভবের একক ভোল্ট (V)
1V = statV
বিভবের মাত্রা : , এটি স্কেলার রাশি।
বিভব প্রভেদ (Potential difference):
একটি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু থেকে ওপর বিন্দুতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয়, তাই হল ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ।