সঙ্কট কোণ বা সন্ধিকোণ (Critical angle)
আলোক-রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময়, ঘন মাধ্যমে যে বিশেষ কোণে আপতিত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90° হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ-তল স্পর্শ করে যায়, ঘন মাধ্যমে ঐ আপতন কোণটিকে ঐ মাধ্যমদ্বয়ের সঙ্কট কোণ বলে।
সঙ্কট কোণের শর্ত :
⭐ আলোক-রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের অভিমুখে এবং দুই মাধ্যমের বিভেদ-তলে তীর্যকভাবে, আপতিত হতে হবে।
⭐ লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90° হতে হবে।
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন (Total Internal Reflection)
ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় আলোক-রশ্মি যদি দুই মাধ্যমের বিভেদ-তলে মাধ্যম দুটির সঙ্কট কোণের চেয়ে বেশী কোণে (i>0) আপতিত হয়, তবে ঐ আপতিত রশ্মি, দুই মাধ্যমের বিভেদ-তলে আপতিত হওয়ার পর ওর সবটুকুই প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে।
অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত :
⭐ আলোক-রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের অভিমুখে এবং দুই মাধ্যমের বিভেদ-তলে তীর্যকভাবে, আপতিত হতে হবে।
⭐ ঘন মাধ্যমে আপতন কোণটিকে ঐ মাধ্যম দুটির সন্ধিকোণ বা সঙ্কট কোণের চেয়ে বড় হতে হবে।
সাধারণ প্রতিফলন ও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে পার্থক্য:
| সাধারণ প্রতিফলন | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন |
|---|---|
যে কোন মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আলোক-রশ্মি আপতিত হলে সাধারণ প্রতিফলন হয়। | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আলোক-রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের অভিমুখে যেতে হবে এবং দুই মাধ্যমের বিভেদতলে আপতিত হতে হবে। |
| যে কোন আপতন কোণেই আলোক-রশ্মির সাধারণ প্রতিফলন হয়। | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে ঘন মাধ্যমে আপতন কোণটিকে ঐ মাধ্যম দুটির সঙ্কট কোণের চেয়ে বড় হতেই হবে। |
সাধারণ প্রতিফলনে আপতিত রশ্মির কিছুটা প্রতিফলক তলে শোষিত হয়, কিছু অংশ প্রতিসৃত হয় এবং বাকী অংশটুকু প্রতিফলিত হয়, ফলে সাধারণ প্রতিফলনে গঠিত প্রতিবিম্ব কম উজ্জ্বল হয়। | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আপতিত রশ্মির কোন অংশই শোষিত বা প্রতিসৃত হয় না-সবটুকুই প্রতিফলিত হয়, ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে গঠিত প্রতিবিম্বটি বেশী উজ্জ্বল হয়। আপতিত আলোক-রশ্মির সবটুকু প্রতিফলিত হয় বলে এই প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলে। |
| সাধারণ প্রতিফলনের জন্য প্রতিফলকের দরকার হয়। | অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দুই মাধ্যমের বিভেদ-তল প্রতিফলকরূপে কাজ করে। |