অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন (Image formation by a concave mirror):

বস্তু অসীমে অবস্থিত

বস্তু অসীমে অবস্থিত

🔹 এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে সদ্, অবশীর্ষ, অতি মাত্রায় ক্ষুদ্র এবং ফোকাস বিন্দু বা ফোকাসতলে অবস্থিত।

বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত

বস্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত

🔹 এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে সদ্, অবশীর্ষ, খর্বাকৃতি এবং বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে অবস্থিত।

বস্তু বক্রতা কেন্দ্রে

বস্তু বক্রতা কেন্দ্রে

🔹 এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে সদ্, অবশীর্ষ, বস্তুর সমআকৃতিযুস্ত এবং বক্রতা কেন্দ্রে অবস্থিত।

বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে অবস্থিত

বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে অবস্থিত

🔹 এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে সদ, অবশীর্ষ, বিবর্ধিত এবং অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত।

বস্তু ফোকাসে অবস্থিত

বস্তু ফোকাসে অবস্থিত

🔹 এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে সদ্, অবশীর্ষ, অতিমাত্রায় বিবর্ধিত এবং অসীমে অবস্থিত।

বস্তু প্রধান ফোকাস এবং মেরু মাঝে অবস্থিত

বস্তু প্রধান ফোকাস এবং মেরু মাঝে অবস্থিত

🔹 এক্ষেত্রে প্রতিবিম্বটি হবে অসদ্, সমশীর্ষ, বিবর্ধিত এবং দর্পণের পেছনে অবস্থিত।

💡 MN কে ডান বা বাঁদিকে drag করো।

অবতল দর্পণের ব্যবহার

টর্চলাইট, সার্চলাইট, গাড়ির হেডলাইট, দাড়ি কাটার আয়না, দাঁতের চিকিৎসকদের দর্পণ।