👉 তড়িৎচালক বল (Electromotive force) বা EMF:

প্রত্যেক পরিবাহী পদার্থে অসংখ্য ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্যে বিভিন্ন দিকে চলাচল করে। যদি বাহ্যিক কোন বলের সাহায্যে ঐ মুক্ত ইলেকট্রনগুলিকে পরিবাহীর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে চলতে বাধ্য করা হয়, তবে পরিবাহীতে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। এই বাহ্যিক বলকে তড়িৎ চালক বল (Electromotive force) বলে।

🔹 সাধারণ সংজ্ঞা - যার প্রভাবে বা যে কারণে তড়িৎ-বর্তনীর কোন অংশে, অন্য কোনো রকম শক্তি, তড়িৎ-শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব-পার্থক্যের সৃষ্টি করে তাকে তড়িচ্চালক বলে।

🔹 পরিমাণগত সংজ্ঞা - তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটিকে কোন পরিবাহী দিয়ে সংযোগ না করলে অর্থাৎ খোলা অবস্থায় রাখলে তড়িৎদ্বার দুটির মধ্যে সৃষ্ট বিভব পার্থক্যকে তড়িৎ-কোষের তড়িচ্চালক বলের মান বলে ধরা হয়।

কোনো তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্নবিভব থেকে উচ্চবিভবে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয়, সেই পরিমাণ কার্যকে ওই তড়িৎ উৎসের তড়িৎ চালক বল বা EMF বলে।

তড়িৎচালক বলের ব্যবহারিক একক ভোল্ট।

কোন কোষের তড়িচ্চালক বল 1.5 ভোল্ট বলতে এই বোঝায় যে, কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব পরিমাণ তড়িৎ চালনা করতে 1.5 জুল কার্য করতে হয়।

🔹 তড়িচ্চালক বল ও বিভব-পার্থক্যের মধ্যে পার্থক্য

তড়িচ্চালক বলতড়িৎ-শক্তি

বর্তনীর যে অংশে অন্য কোন শক্তি, তড়িৎ-শক্তিতে রূপান্তরিত হয়, সেই অংশে তড়িচ্চালক বলের উদ্ভব হয়।

বর্তনীর যেখানে তড়িৎ-শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হয় সেখানে বিভব-পার্থক্যের সৃষ্টি হয়।

বর্তনী খোলা রাখলে তড়িৎ-কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য হয়, তাই হল তড়িচ্চালক বলের মান।

কোষের তড়িৎদ্বার দুটিকে পরিবাহী দ্বারা যোগ করলে তড়িৎদ্বার দুটির বিভবের মধ্যে যে পার্থক্যের সৃষ্টি হয়, তাই হল বিভব-পার্থক্যের মান।

তড়িচ্চালক বলের মান বিভব পার্থক্যের মানের চেয়ে বেশী।বিভব-পার্থক্যের মান তড়িচ্চালক বলের মানের চেয়ে কম।
তড়িচ্চালক বল হল বিভব-পার্থক্যের কারণ।বিভব-পার্থক্য হল তড়িচ্চালক বলের ফল।
তড়িচ্চালক বলের মান বর্তনীর রোধের উপর নির্ভর করে না।

কোন বর্তনীর দুই বিন্দুর মধ্যের বিভব-পার্থক্য ঐ অংশের রোধের উপর নির্ভর করে।

পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িচ্চালক বল পরিমাপ করা হয়।ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে বিভব-পার্থক্য পরিমাপ করা হয়।

একক পজিটিভ তড়িৎকে বদ্ধ বর্তনীতে ঘুরিয়ে আনতে মোট যে পরিমাপ কার্য করা হয় তার মান হল তড়িচ্চালক বল। তড়িচ্চালক বলকে "ভোল্ট” একক দ্বারা প্রকাশ করা হয়।

বর্তনীর যে কোন দুটি বিন্দুর মাঝের দূরত্ব অতিক্রম করার জন্য একক পজিটিভতড়িৎকে যে পরিমাণ কার্য করতে হয় তা হল ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য। বিভব পার্থক্যের একক হল "ভোল্ট"।