তড়িতের প্রাথমিক ধারণা (Basic Concepts of Light)

পরমাণুর তিনটি মূল উপাদান কণিকা - ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন

আলোক হলো শক্তির একটা রূপ, আলোক উৎস থেকে নির্গত এই বিকীর্ণ শক্তি আমাদের আমরা যে কারণে দেখতে পাই জাগায়ে।

কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলোর কণা এবং তরঙ্গ দুটি ধর্মই বর্তমান।

আলোর কণাকে ফোটন কণা বলা হয় ।

আলোর তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, শূন্য তথা বায়ু মাধ্যমে এর বেগ সর্বাধিক ; মাধ্যমের পরিবর্তনে এই মানেরও পরিবর্তন হয়।

4000Å থেকে 8000Å তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ গুলি আমাদের চোখে দর্শনানুভূতি জাগাতে সক্ষম হয় এবং এদের কম্পাঙ্ক থেকে এর মধ্যে হয়।