স্থির তড়িৎ (Static Electric)

কোন তড়িৎ-পরিবাহীর সংস্পর্শে না থাকায় এই প্রকার তড়িৎ-এর আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ এবং বিকর্ষণ বল একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে তাই একে স্থির তড়িৎ বলা হয়।

👉 বিজ্ঞানী কুলম্বের সূত্র

কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান

আধান দুটির গুণফলের সমানুপাতিক -

আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক -

এবং এই বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।

এবং

(∵ সমানুপাতিক ধ্রুবক)

CGS পদ্ধতিতে যেখানে

হলো মাধ্যমের ডাইইলেকট্রিক ধ্রুবক (আপেক্ষিক তড়িৎভেদ্যতা)।

(∵ শূন্য মাধ্যমে )

SI পদ্ধতিতে , এখানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা।

দুটি তড়িদাধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় তড়িৎবল মাধ্যমের তড়িৎভেদ্যতা (বা পরাবৈদ্যুতিক ধ্রুবক) এর উপর নির্ভর করে।

👉 আধানের একক

⭐ CGS পদ্ধতিতে আধানের একক esu (statC) এবং SI-এ কুলম্ব (C)।

⭐ আধানের মাত্রা —